বাতিল হচ্ছে না ২০০০ টাকার নোট, গুজবে কান না দিতে বলছে আরবিআই।
ছড়াচ্ছে নোট বাতিলের গুজব, কিন্তু তাতে দাঁড়ি টানলেন, অনুরাগ ঠাকুর।
@ দেবশ্রী : বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল যে, ২০০০ টাকার নোট নাকি হতে চলেছে বাতিল এবং নতুন বছর থেকে পাওয়া যাবে ১০০০ টাকার নোট। বিশেষ করে এই নতুন বছরের আগে, কয়েকদিন ধরে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ ক্রমশই ভাইরাল হচ্ছে। যেখানে দাবি করা হয়েছে যে রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়া নতুন বছরে ১০০০ টাকার নতুন নোট বাজারে আনবে এবং ২০০০ টাকার নোট বাতিল করবে।
ভাইরাল ওই মেসেজে দাবি করা হয়েছে যে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এটিএমে ২০০০ টাকার নোট পাওয়া যাচ্ছে না। এবং আরবিআই কেবল মাত্র ৩১ ডিসেম্বর পর্যন্ত এই নোটে লেনদেন চালু রাখবে। ওই ভাইরাল মেসেজে দাবি করা হয়েছে যে ৫০ হাজার টাকা লেনদেনের ক্ষেতেই একমাত্র ২০০০ টাকার নোট ব্যবহার করা যাবে। যদিও ভাইরাল হওয়া ওই মেসেজটি মিথ্যা বলে জানা গেছে। কারণ আরবিআইয়ের পক্ষ থেকে এমন কোনও রকম ঘোষণা করা হয়নি।
গত ৩ ডিসেম্বর, রাজ্যসভায় একটি প্রশ্নের লিখিত জবাবে অর্থ ও কর্পোরেট বিষয়ক প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর জানান যে ২০০০ টাকার নোটে লেনদেন বন্ধ করার কোনও পরিকল্পনাই সরকারের নেই। ২০০০ টাকার নোট বাতিল সম্পর্কে একটি ভ্রান্ত দাবি চলতি বছরের অক্টোবরে করা হয়েছিল। আর তখনই আরবিআই জানিয়ে দিয়েছিল, এই সব খবর, গুজব। এমন কোনও প্রকার বিজ্ঞপ্তি আরবিআইয়ের পক্ষ থেকে করা হয়নি। এই বিষয়ে আরবিআই-র ওয়েবসাইট ফলো করার কথা বলে দেশের শীর্ষ ব্যাঙ্ক।