West Bengal

বামেদের জোর সওয়াল, কোথায় গেলেন অর্ণব ? তারপরেই হাওড়া স্টেশন থেকে খোঁজ মিলল অফিসারের

অবশেষে সাতদিন প্রতীক্ষার শেষে খোঁজ মিলল অফিসারের। ঘটলো রহস্যের উদঘাটন।

১৭ই  এপ্রিল দুপুর থেকে নিখোঁজ ছিলেন নোডাল অফিসার অর্ণব রায়।তাঁর এই নিখোঁজ হওয়া নিয়ে তৈরী হয়েছিল নানা বিতর্ক ,অনেকেই বলেছিলো পারিবারিক কারণেই অবসাদগ্রস্ত্র হয়ে নিখোঁজ হয়েছেন তিনি ,অন্যদিকে তাঁর স্ত্রী এই কথা শোনার পরেই, ফেসবুকে পোস্ট করেন যে তাদের মধ্যে কোনো সমস্যা ছিল না। তিনি শাসকদলের দিকে এব্যাপারে  আঙ্গুলও তুলেছিলেন ,দাবি করেছিলেন সিবিআই তদন্তের জন্যও। বামনেতা সুজন চক্রবর্তীও অর্ণবের নিখোঁজ হাওয়া নিয়ে তুলেছিলেন জোর সওয়াল আর তারপরেই টানা ৭দিন পর হাওড়া স্টেশন থেকে খোঁজ মিললো অর্ণবের। শোনা যাচ্ছে তিনি শ্বশুরবাড়িতে লুকিয়ে ছিলেন। নদিয়াজেলার পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য শিবপুর নিয়ে গেছে বলে জানা গেছে। সব মিলিয়ে  বামেদের জোর শাওয়ালের পরই হলো রহস্যউন্মোচন।

Show More

Related Articles

Back to top button
Close
Close
%d bloggers like this: