Analysis
“বামেদের লড়াই শাসকের গদি নড়িয়ে দেবে, প্ৰমাণ হাতে নাতে পাবেন ” : সুভাষ মুখার্জী রাজ্য সভাপতি CITU
রক্ত ঝরবে জানি তবে ৭০-৭৭ বহু রক্তের বিনিময়ে এসেছিলো মানুষের অধিকার, প্রতিষ্ঠিত হয়েছিল বামফ্রন্ট ১০৭৮ এ, আবারও আসছি আমরা।
৪০-এ শুন্য দেখে যদি কেও ভাবে বামেরা শেষ তাহলে ভুলের স্বর্গে বাস করছেন। বিজেপি – তৃণমূলের জন্য আমাদের বাংলার মানুষের রক্ত ঝরছে আর এর মূল্য চোকাতে হবে ওদের।
সিপিআইএমের শ্রমিক সংগঠনই এবার রুখে দাঁড়াবে, সম্প্রতি হয়ে গেল রাজ্য কার্য্যকরী সমিতির সভা রিপন স্ট্রিট শ্রমিক ভবনে। ২০১১ থেকে ভোটের রক্তক্ষয় অব্যাহত, কিন্তু বহুদিন পর অন্য মেজাজে অনাদি সাহু থেকে সুভাষ মুখার্জী। ওনাদের শরীরিভাষা অন্য কথা বলছে, যা ২০১১-এর পর আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। একান্ত সাক্ষাৎকারে ওপিনিয়ন টাইমস-কে বললেন সামনের লড়াই আরও কঠিন, আর এই কঠিন লড়াই ১৯৭০- ৭৭-কেও ছাপিয়ে যাবে। এক দিকে বিজেপি অন্য দিকে তৃণমূল, ফলে দুটি নীতিহীন, আদর্শহীন দলের বিপক্ষে লড়াই তার ফলে বামেরাই পারবে এর মোকাবিলা করতে।