সব্যসাচী দত্ত সরাসরি বলেন “আমি বাম কংগ্রেসকে পাশে মোটেই চাইছি না। আমি কংগ্রেস ছিলাম, তৃণমূল কংগ্রেসে আছি কিন্তু বামের হাত ধরে রাম হওয়ার মানসিকতা আমার নেই।” বস্তুত দু দিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় কংগ্রেস সিপিআইএম কে পশে পেতে চান মমতা , বিধান সভায় দাঁড়িয়ে বলেন “মান্নান ভাই, সুজন দা চলুন বিজেপি-কে রুখতে আমরা এক সঙ্গে লড়াই করি”।
বাম ও কংগ্রেস বুধবার বিধানসভায় পত্রপাঠ খারিজ করে দেয়,। এদিকে মুখ্যমন্ত্রীর বক্তৃতার মাঝেই কংগ্রেস ও বাম বিধায়করা তাঁর আপত্তি করে বুঝিয়ে দেন, এই প্রস্তাবে তাঁদের সায় নেই।এরপর ব্যাখা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমি রাজনৈতিক জোট করার কথা বলিনি। যে ভাবে জাতীয় স্তরে ২৩টি রাজনৈতিক দল লড়াই করছি। সেই ভাবে লড়াইটা চালিয়ে যেতে হবে।”
এই নিয়ে যখন বিতর্ক তুঙ্গে তখন তখন তখন শুক্রবার বারাসাত আদালতে এসে সব্যসাচী দত্ত জানান, তিনি কংগ্রেসে ছিলেন কিন্তু তিনি কোনো ভাবেই বামকে পাশে চাইছেন না। অত্যন্ত ইঙ্গিতপূর্ণ মন্তব্য সব্যসাচী দত্তর। এক্ষেত্রে বামকে ছাড়া তিনি রামের দিকে ঝুকবেন কিনা তা তিনি খোলসা করেননি।
কাটমানি প্রসঙ্গে বলেন সব্যসাচী বলেন যে , দলের নেত্রী তিনি যা সিদ্ধান্ত নেবেন তাই হবে। তবে কর্মীদের সকলেই চোর তাই কি ? একটা শতাংশ সব সময় থাকে সব দলে যারা রাজনীতিতে আসে রোজগার করতে। কিছু লোকের দোষে সবাই আগুনে পুড়ছে। অরোর বলেন আমি তৃণমূলে আছি থাকবো।