Women

বারংবার মেট্রো স্টেশনে ঘটছে মেয়েদের সাথে শ্লীলতাহানি, তবুও কমছে না অপরাধ।

কোনো মুহূর্তেই আজকের দিনে মেয়েরা নিজেদেরকে সুরক্ষিত বলতে পারেনা, কারন অপরাধী ঘুরে বেড়াচ্ছে চারিদিকে।

@ দেবশ্রী : কোথাও মেয়েরা সুরক্ষিত না। সময় দিন হোক কী রাত্রি। আবারও মেট্রো স্টেশনে শ্লীলতাহানির শিকার হলেন এক কলেজ ছাত্রী। এমন ঘৃণ্য, লজ্জাজনক ঘটনার সাক্ষী হয়ে রইল কালীঘাট মেট্রো স্টেশন। তরুণীর অভিযোগের ভিত্তিতে ওই যুবককে আটক করেছে কালীঘাট থানার পুলিশ। এই মুহূর্তে অভিযুক্ত যুবককে জেরা করছেন তদন্তকারীরা।

সকাল সাড়ে দশটা নাগাদ ওই তরুণী কলকাতা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন। তিনি কালীঘাটে দাঁড়িয়ে মেট্রোর জন্য অপেক্ষা করছিলেন। সেই সময় তাঁর মোবাইল বেজে ওঠে। স্টেশনে ঘুরে ফিরে ফোনে কথা বলছিলেন। আচমকাই মেট্রো স্টেশনে থাকা এক যুবকের দিকে নজর পড়ে তাঁর। তিনি দেখেন, ওই যুবকের মোবাইলের ক্যামেরা তরুণীর দিকে ঘোরানো। যুবক যে ছবি তুলছে তা বুঝতে দেরি হয়নি বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীর।

তিনি তড়িঘড়ি মোবাইল রেখে যুবকের সঙ্গে কথা বলেন। কেন না জানিয়ে তাঁর ছবি তুলছে সে, সেই প্রশ্ন করেন তরুণী। প্রথমে স্বীকার করতে চায়নি যুবক। হইচই শুরু হয়ে যায়। এরপর পুলিশকে গোটা বিষয়টি জানান তরুণী। রাসবিহারী মোড়ের কাছ থেকে দু’জন মহিলা পুলিশ ওই যুবক এবং তরুণীকে সঙ্গে নিয়ে কালীঘাট থানায় যান। থানায় ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তরুণী। আপাতত পুলিশ ওই যুবককে জিজ্ঞাসাবাদ করছেন।

তবে এই ঘটনা প্রথমবার নয়। এর আগেও মেট্রোয় সহযাত্রীর অশালীনতার শিকার হয়েছেন অনেক মহিলা যাত্রীরা। গত অক্টোবরে কালীঘাট মেট্রো স্টেশনে লুকিয়ে মহিলাদের ছবি তোলার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। যদিও তরুণী প্রমাণ করতে পারেননি যে ওই ব্যক্তি এ কাণ্ড ঘটিয়েছেন।

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই চলতি মাসের শুরুর দিকে এক মহিলা দমদম থেকে মেট্রোয় ওঠেন। বেলগাছিয়া থেকে মেট্রোয় ওঠে এক যুবক। অভিযোগ, মহিলাদের জন্য নির্দিষ্ট আসনে বসেই মহিলা যাত্রীর সঙ্গে অভব্য আচরণ করে সে। পরে ওই মহিলা প্রতিবাদ করেন। অভিযোগকারিণী এবং তাঁর স্বামী সেন্ট্রাল মেট্রো স্টেশনে নেমে পড়েন। স্টেশন মাস্টারের কাছে গোটা ঘটনা জানান তিনি। গ্রেপ্তার করা হয় ওই যুবককে। আর আজকে আবারও শ্লীলতাহানির অভিযোগ। কোথাও কী তাহলে মেয়েরা সুরক্ষিত না ? কোন দিকে এগোচ্ছে এই সমাজ ?

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: