বারাণসীতে আজ সংগ্রহ অভিযানে নামছে বিজেপি : থাকবেন মোদী
বিজেপির লক্ষ্য দলের ৩৬ লাখ সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করেছে : উত্তর প্রদেশ
মোদী সরকার শুক্রবার এবছরের বাজেট পেশ করেছে । আজ দেশজুড়ে বিজেপির সদস্য সংগ্রহে নামছে বিজেপি চলবে ১১ অগাস্ট পর্যন্ত।নরেন্দ্র মোদী বিজেপির সদস্য সংগ্রহের সূচনা করবেন বারাণসীতে।
বিজেপি লক্ষ্যমাত্রা ঠিক করেছে উত্তরপ্রদেশেই দলের ৩৬ লাখ সদস্য সংগ্রহের । রাজ্যজুড়েই এনিয়ে উদ্যোগ নিয়েছে রাজ্য বিজেপি।রাজ্যের ১১ বিশিষ্ট ব্যক্তি শনিবার দলের যোগ দেবেন । প্রধানমন্ত্রী মোদী সূচনা করবেন সদস্যসংগ্রহ অভিযানের ।মোদী দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়া পর এই এই প্রথম নিজের কেন্দ্র যাবেন।
শনিবার কাশীতে আসছেন মোদী বিজেপি মুখপাত্র রাকেশ ত্রিপাঠি জানিয়েছেন।মোদী দলের এই সদস্য সংগ্রহ অভিযান নিয়ে টুইট করেছেন । তিনি লিখেছেন, ‘শনিবার দেশেজুড়ে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনা হবে। আমি থাকব কাশীতে। সমাজের বিভিন্ন স্তরের মানুষদের এই অভিযানে সামিল করা হবে। এতে দলের শক্তি বাড়বে অনেকটাই।’
নবরত্ন রাঠি কাশীর বিজেপি মুখপাত্র বলেন ,যে থেকে দীনদয়াল ট্রেড সেন্টারে নতুন সদস্য সংগ্রহের জন্য মোট ৪টি কাউন্টার খোলা হয়েছে। সদস্য সংগ্রহের জন্য হেল্প লাইন খোলা হবে। নরেন্দ্র মোদী ওই টোল ফ্রি নম্বর চালু করবেন প্রধানমন্ত্রী।(ভিডিও সৌজন্যে : বিজেপি)