Entertainment

“বালা”-এর নির্মাতাদের ওপর বিরক্ত অভিনেত্রী ভূমি পেডনেকর

ট্রেলারে মাত্র কয়েক ঝলক থাকায় খুশি নন অভিনেত্রী।

তানিয়া চক্রবর্তী :  সম্প্রতি ভূমি পেডনেকরের নতুন ছবি “বালা” মুক্তি পেতে চলেছে। তবুও খুশি নন অভিনেত্রী। তার অন্যতম কারণ হল  ট্রেলারে মাত্র কয়েক ঝলক দেখানো হয়েছে তাঁকে। তাতেই ভূমির মনে হয়েছে তাঁকে যথেষ্ট স্ক্রিন স্পেস দেওয়া হয়নি। তিনি জানিয়েছেন, তাঁকে নিয়ে আলাদা প্রোমো তৈরি না করলে ছবির প্রচারে থাকবেন না তিনি। ছবিতে ভূমির স্কিনটোন শ্যামবর্ণ করা হয়েছে। এই নিয়েও নানান জল্পনা প্রকাশ্যে এসেছে।   

এই ঘটনার আগেও বিতর্কের মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। “সন্ড কী আঁখ” ছবিতে প্রবীণ চরিত্রে অভিনয় করার জন্য ভূমি এবং তাপসী পন্নুকে কম সমালোচনার শিকার হতে হয়নি। “বালা”তে ভূমির চরিত্রটি ফেয়ারনেস ক্রিমের ধার ধারে না। তাই চরিত্রটির স্বার্থে তাঁর গায়ের রং চেপে দেওয়া হয়েছে। ওই চরিত্রে মানাবে এমন স্কিনটোনের অভিনেত্রীকে কেন নির্বাচন করা হয়নি, তাই নিয়ে উঠছে অভিযোগ। সম্প্রতি পরিচালক নন্দিতা দাশ এই প্রসঙ্গে একটি ভিডিয়ো ক্যাম্পেনিং চালিয়েছিলেন।

ভূমি অবশ্য এই বির্তকের কোনো জবাবই দেননি। আপাতত ‘সন্ড কী আঁখ’-এর প্রচার নিয়ে ব্যস্ত অভিনেত্রী। তিনি জানিয়েছেন, এই ছবিতে তাঁর চরিত্রটির অনুপ্রেরণা তাঁর মা, ঠাকুমা এবং দিদিমা। ডাবিংয়ের সময়েও মায়ের সাহায্য নিয়েছেন ভূমি। সেই ভিডিয়ো সম্প্রতি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: