‘বালিকা ঘরে’ বালিকা খুন ! নির্মম হত্যা কান্ড না নিখোঁজ ? তদন্তে সি বি আই
১১ জন নিখোঁজ ছাত্রীর খোঁজে চাঞ্চল্যকর রিপোর্ট
ভোটার মধ্যে উত্তাল বিহার, ১১ নিখোঁজ ছাত্রীর কে কেন্দ্র করে , নীতিশ প্রশাসন চুপ।
অভিযোগ –
১) নিখোঁজ ১১ ছাত্রী
২) ১১ ছাত্রী ৮-৯ দিন নিখোঁজ থাকার পর কেন খোঁজ শুরু হলো না ?
৩) নিখোঁজ ছাত্রী দের বাড়িতে জানানো হলো দেরিতে কেন ?
৪) জেলা পুলিশ কেন আড়াল করলো ব্রজেশ কে ?
৫) রাজ্য সমাজ কল্যাণ দফতরতের কোন যোগাযোগ ছিলোনা কেন ?
৬) এই বালিকাঘরে (আবাসিক কেন্দ্র এর নাম ) এ জেলা সমাজ কল্যাণ দফতর কেন পরিদর্শন করলো না অভিযোগ পাবার সাথে সাথে ?
৭) রেজিস্টারে একই ধরণের নাম ছিল ,তার সাথে বাস্তব অবস্থান কেন সমাজ কল্যাণ দফতর পরীক্ষা করলো না ?
দেশের সেরা তদন্ত কারী সংস্থা কে দিয়ে তদন্ত করা হচ্ছে, ১১ জন নিখোঁজ ছাত্রীর উদ্ধার কে কেন্দ্র করে বেরিয়ে এসেছে চাঞ্চল্য কর অভিযোগ। বিহারের মজঃফরপুরে “বালিক ঘর ” নামের ছাত্রী আবাস কেন্দ্রে বেশ কিছু দিন হল নিখোঁজ ১১ ছাত্রী , এই বিষয়ে স্থানীয় স্তরে খোঁজ খবর শুরু হলেও রাজনৈতিক প্রভাবে তদন্তের অবহেলার অভিযোগ ওঠে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে , সিবিআই এই তদন্তের ভার নেবার পর ব্রোজেশ ঠাকুর নামে বালিকা ঘরের দায়িত্ব প্রাপ্ত আধিকারিক কে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তাকে হেপাজতে নিয়ে এই তথ্য বেরিয়ে আসে, রেজিস্টারে ৩৫ জন আবাসিকের একই ধরণের নাম অনেক বার ছিল, তখনই সন্দেহ আরো বেড়ে যায়। রহস্য জনক ভাবে নিখোঁজ ও পরে খুনের অভিযোগ ওঠে ব্রজেশ ঠাকুরের বিরুদ্ধে, এখন রাজ্য সরকার এই বাকি আবাসিকদের দায়িত্ব নিয়েছে। সিবিআই সত্তম রিপোর্ট মহামান্য সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা করেছে। দেখার বিষয় এর পিছনে আরও কেউ আছে কিনা ?