Culture

বালিগঞ্জ সমাজ সেবী ৭৪ বছরে নতুন চমক দেবে , দাবি করলেন সংগঠকরা

খুঁটি পুজোতে চাঁদের হাট।

পুজোর থিমে আমরা কত কিছুই দেখি। এবারের পরিকল্পনা কি সেটা এখনই জানা গেলো না সবিস্তারে। তবে চমকে দেবে গোছের হাব ভাব ৭৪ বছরে, এবার একটু অন্য ভাবনায় হাঁটবেন কলকাতার সমাজ সেবী সংঘ। খুঁটি পুজোর আড়ম্বরে মেতে উঠলো সমাজ সেবী। কলকাতার অন্যতম পুজো পুরস্কারের দাবিদার , বহু পুরস্কারে সম্মানিত বলতে পরা যায় কলকাতা পুজো মানচিত্রের অন্যতম পুজো সংঘঠক।এই খুঁটি পুজোয় উপলক্ষে উপস্থিত ছিলেন বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় প্রসেনজিৎ চ্যাটার্জী , ছিলেন প্রাত্তন ক্রিকেটার সম্বরণ মুখার্জী ও আবৃত্তিকার সুতপা বন্ধ্যোপাধ্যায়। সাড়ম্বরে খুঁটি পুজোর পর ক্লাবের কর্তারা বললেন এবার আমরা নতুন প্রয়াস সামনে রাখবো দর্শকদের জন্য। প্রসেনজিৎ চ্যাটার্জী।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: