Women

বাসন মাজা কে কেন্দ্র করে চার মাসের অন্তঃসত্ত্বা মহিলাকে পেটে লাথি

নির্মম অত্যাচারের আরেক নিদর্শন , অভিযুক্ত অধরা

ঘটনাটি ঘটেছে গুমা ছোট বাবু নিয়ে এলাকায় দুপুর বেলা রাবিয়া বিবি বয়স 19 কলে বসে স্নান করছিল। তখন তার যা রেহেনা বিবি বাসন মারছিল বলেন গায় জল না আসে এক কথা য় দুই কথায় অশান্তি লেগে যায় রেহেনা বিবি স্বামী রমজান মল্লিক তার ছোট ভাই সোফিয়ার মল্লিক এর উপর চড়াও হয় তাকে মারধর করে তারপরে রাবিয়া বিবি তার স্বামীকে বাচাতে গেলে পেটে লাথি ঘুসি মারে সেই অবস্থায় রাবিয়া বিবি অসুস্থ হয়ে পড়ে। সোফিয়ার মন্ডল তার শশুর শাশুড়ি কে ফোন করে ফোন পেয়ে ছুটে আসে রাবিয়া বিবির বাবা মা তারা এসে দেখতে পায় তার মেয়ে অচৈতন্য অবস্থায় পড়ে আছে অবস্থার অবনতি হওয়াতে সথেসথে অশোকনগর রাজ্য সাধারণ হাসপাতাল ভর্তি করে। তারপরে রাবিয়া বিবির স্বামী সফিয়ান মল্লিক অশোক নগর থানায় লিখিত অভিযোগ করে তাহার দাদা রমজান মল্লিক ও বৌদি রেহেনা বিবি পাড়ার এক প্রতিবেশী ভুট্টো নামে অভিযোগ দায়ের করে অশোক নগর থানায়।পুলিশ নির্বিকার , অভিযুক্ত এখনো অধরা।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: