Nation

আমেরিকায় থামছে না মৃতের হার, তা বেড়েই চলেছে ক্রমশ

প্রথম বিশ্ব যুদ্ধের মৃত্যু সংখ্যাকেও হার মানাচ্ছে করোনা

দেবশ্রী কয়াল : বিরাম নেই মৃত্যুর। আমেরিকায় মৃত্যু মিছিল যেন লেগেই রয়েছে, সেখানে কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না। প্রথম বিশ্বযুদ্ধে মৃতের সংখ্যাকেও নাকি টেক্কা দিচ্ছে COVID-এ মৃতের সংখ্যা। বিশ্ববিদ্যালয় জন হপকিন্সের (Johns Hopkins) একটি রিপোর্টে উঠে এসেছে সেই তথ্য।

জানা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় আমেরিকায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৭৪০ জন। ফলে মঙ্গলবার রাত সাড়ে আটটা পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে সেখানে দাঁড়িয়েছে ১লক্ষ ১৬ হাজার ৮৫৪ জন। গত দু’দিন মৃতের সংখ্যা কিছুটা কম ছিল। তবে গত ২৪ ঘণ্টায় তা ফের বৃদ্ধি পেয়েছে।

শুধু মৃতের সংখ্যা নয়, আক্রান্তের নিরিখেও বিশ্বের দরবারে প্রথম স্থানে রয়েছে আমেরিকা। মাত্র ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩হাজার ৩৫১। এর ফলে মঙ্গলবার রাত সাড়ে আটটা পর্যন্ত পরিসংখ্যানের ভিত্তিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১লক্ষ ৩৪হাজার ৯৭৩জন। ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।

লকডাউন তুলে নেওয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে আমেরিকাবাসী। নতুন করে খুলছে ব্যবসা-বাণিজ্য, দোকান-পাট। তবে সংক্রমণের এই বাড়ন্ত পরিস্থিতিতে লকডাউন তুলে নেওয়ায় সমালোচিত হয়েছেন মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেখানে প্রতিদিন গড়ে ২০ হাজারেরও বেশি মানুষ সংক্রমিত হচ্ছেন সেখানে কীভাবে তিনি লকডাউন তুলে দেশকে স্বাভাবিক করার চেষ্টা করছেন তাই নিয়েই প্রশ্ন করেছেন অনেকেই। ফলে বারংবার সমালোচনার মুখে পড়ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button

Discover more from Opinion Times - Bengali News

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading