Women

বাস্তবে কি হয়েছে ? পুলিশ জানাবে : জুহি সেনগুপ্ত অভিনেত্রীকে হেনস্থার অভিযোগ !

তদন্ত চলছে। কে দোষী অভিনেত্রী না পেট্রল পাম্পের কর্মীরা। অভিনেত্রীর অভিযোগে আটক হলেও সিসি টিভি বলছে অন্য কথা

রবিবার সকালে টেলি অভিনেত্রী জুহি সেনগুপ্ত বাইপাস লাগোয়া রুবি মোড়ে পেট্রোল পাম্প কর্মীদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুললেন ।অভিযোগ কেন অভিনেত্রী গাড়িতে অতিরিক্ত তেল ভরা হয়েছে , এই নিয়ে বচসা ।জুহি সেনগুপ্ত পেট্রোল পাম্প কর্মীদের বিরুদ্ধে তাঁর বাবাকে মারধরের অভিযোগ তুলেছেন । আর এই অভিযোগের ভিত্তিতে ২ পেট্রোল পাম্প কর্মীকে আটক করেছে পুলিস ।

অভিনেত্রী জুহি সেনগুপ্ত ও তাঁর পরিবার রবিবার সকালে দেউলটি যাচ্ছিলেন । পেট্রোল পাম্পের কর্মীরা তাঁর গাড়িতে দেড় হাজার টাকার বদলে আড়াই হাজার টাকার তেল ভরে দেন।পেট্রোল পাম্প কর্মীদের কাছে জানতে চান ,এত টাকার তেল কেন ভরা হলো আর এই নিয়ে তর্কাতর্কি শুরু হয় । অভিযোগ পাম্পের কর্মীরা গাড়ি থেকে চাবি খুলে নেওয়া হয় বলেও অভিযোগ। জুহি ও তার বাবা চাবি চাইতে গেলে বচসা বাধে।অভিনেত্রী গোটা ঘটনায় পাম্প কর্মীদের বিরুদ্ধে পুলিসের কাছে অভিযোগ জানিয়েছেন ।

কিন্তু যে ঘটনার বিবরণ দিচ্ছেন অভিনেত্রী তার উল্টো বিষয় দেখা যাচ্ছে যে সিসিটিভি ফুটেজে, জুহি সেনগুপ্ত পাল্টা পাম্প কর্মীদের উপর চড়াও হন দেখা যাচ্ছে এবং তাঁদের গায়ে হাত তোলেন।ফলে ঘটনা যদি কিছু ঘটে থাকে তাহলে কেন শুধু পাম্পের কাজ করা মানুষ গুলো কে শুধু আটক করা হল কেন জিজ্ঞাসাবাদের জন্য। অভিনেত্রী কে কেন জিজ্ঞাসা বাদের জন্য পুলিশ আটক করলো না ।প্রশ্ন উঠছে জোরালো , অভিনেত্রী বা সমাজের বিশিষ্ট জনেদের জন্য কি আইন আলাদা।

এই পাম্পের মালিক মন্টু বালার পাল্টা অভিযোগ, বিষয়টা ভুলবশতই হয়েছে। তাঁর অভিযোগ, অভিনেত্রী অতিরিক্ত টাকা না দিয়েই সেখান থেকে চলে যেতে চাইছিলেন। সেকারণেই তাঁর গাড়ির চাবি খুলে নেন পাম্প কর্মীরা। এই ঘটনা ঘিরে বচসার সূত্রপাত। ঘটনায় ধাক্কাধাক্কির কথাও স্বীকার করে নিয়েছেন পাম্প মালিক। তবে অভিনেত্রী জুহিই তাঁদের কর্মীদের গায়ে প্রথম হাত তোলেন বলে অভিযোগ তাঁর। তার ফলেই এই ঘটনা।

অভিনেত্রী জুহি সেনগুপ্ত ঘটনার গুরুত্ব বুঝে নিজে নিজের ফেইসবুক লাইভ এ তিনি নিজের পক্ষে যুক্তি দিলেও , অপকটে স্বীকার করেন তিনিও পাম্পের কর্মীদের ধাক্কা দিয়েছেন সেলফ ডিফেন্সের জন্য তার বাবার সুরক্ষার জন্য। আরো বলেন যখন তেল দেওয়া হচ্ছিলো সেই সময় নজর দেন নি সেটা ওনাদের ভুল। তাহলে এই স্বীকারোক্তি আবারো প্রমান করলো আইন এই ক্ষেত্রে অভিনেত্রী বলে বেশ কিছুটা অতিরিক্ত সুবিধে পেলেন। যদিও পরে পুলিশ পাম্পের কর্মীদের ছেড়ে দেয় । কিন্তু পাম্পের কর্মীদের সামাজিক সম্মান হানির বিষয়টাও বিবেচনা করা উচিত।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: