বাড়ল প্যান কার্ড ও আধার কার্ডের সংযুক্তিকরণের সময়সীমা।
সাধারণ মানুষদের সুযোগ সুবিধার জন্য আবারও বাড়ানো হল সময়ের মেয়াদ।
@ দেবশ্রী : কাল পর্যন্ত শেষ সময়সীমা আজ ছিল। তবে এখন আধার কার্ড ও প্যান কার্ড সংযুক্তিকরণের সময়সীমা বাড়ল। আজ ৩১ শে ডিসেম্বর আধার ও কার্ড সংযুক্তিকরণের শেষ দিন ছিল। কিন্তু সোমবার আয়কর দপ্তর সময়সীমা বাড়িয়ে ৩১ শে মার্চ পর্যন্ত বাড়াল। আয়কর আইন ১৯৬১- এর অন্তর্গত ১৩৯এএ ধারার ২ নম্বর উপধারার ভিত্তিতে এই ঘোষণা করল আয়কর বিভাগ। আয়কর দপ্তরের তরফ থেকে টুইটারের পোস্টারের মাধ্যমে এই ঘোষণা করা হয়, সর্ব সাধারনের উদ্দেশ্যে।
এর আগে প্রথমে সেপ্টেম্বরের ৩০ তারিখ পর্যন্ত আধার ও প্যান কার্ড সংযুক্তিকরণের শেষ দিন ধার্য করা হয়েছিল। এরপর তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়। আর এবারে তা পিছিয়ে দেওয়া হল মার্চ অবধি। প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড যোগ না করালে বর্তমান আইন অনুসারে গ্রাহকের প্যান কার্ড অচল হয়ে যাবে। জনসাধারণের উদ্দেশ্যে ২৮ ডিসেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। বলা হয়েছিল আধার ও প্যান কার্ড সংযুক্তিকরণ যেন ৩১ ডিসেম্বরের মধ্যে করা হয়। তা বাধ্যতামূলক। নাহলে পরে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে।
এছাড়া প্রবাসী ভারতীয়দের মধ্যে এদেশে যারা করযোগ্য আয় করেন বা কিংবা বিনিয়োগ করতে চান সরকারি আইন অনুযায়ী তাঁদেরও একটি আধার কার্ড ও একটি প্যান কার্ড থাকা বাধ্যতামূলক। আপাতত ৩১ মার্চের মধ্যে সব ভারতীয়কে আধার কার্ড ও প্যান কার্ড সংযুক্তিকরণের উপদেশ দিচ্ছে আয়কর দপ্তর। তাই যারা এখনও পর্যন্ত নিজেদের আধার কার্ডের সাথে প্যান কার্ড লিংক করেননি তারা যেন ৩১শে মার্চের মধ্যে তা করিয়ে নেন।