বাড়িতে মাছ নিয়ে ফেরা হলো না , ফিরলো বাবা ছেলের জোড়া মৃতদেহ
ভালো মাছ পাওয়া যায় সোনামুখী বাজারে , বাড়িতে আসবে আত্মীয়। রান্নার জোগাড় করতে ব্যস্ত মা কিন্তু ফিরলো জোড়া দেহ ,শোকগ্রস্থ পাড়া প্রতিবেশী
দ্রুতগামী পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল বাইক আরোহী বাবা ও ছেলের। আজ সকালে ঘটনাটি ঘটেছে বাঁ কুড়ার সোনামুখী শহরের পুরসভার সামনে। স্থানীয় সুত্রে জানা গেছে আজ সকালে পাত্রসায়ের থানার বারাসাত গ্রাম থেকে বাইকে করে বাবা অভিনাথ মন্ডল ও ছেলে অভিজিৎ মন্ডল সোনামুখী বাজারে মাছ কিনতে যাচ্ছিলেন। সেই সময় সোনামুখী পুরসভার সামনে বাঁকুড়া বর্ধমান রাস্তার উপর প্রচন্ড গতিবেগে যাওয়া পাত্রসায়ের গামী একটি পিক আপ ভ্যান সজোরে মুখোমুখি ধাক্কা মারে বাইকটিকে। ঘটনাস্থলেই রাস্তার উপর ছিটকে পড়েন ওই দুই বাইক আরোহী। ঘটনায় ওই দুই বাইক আরোহীর পাশাপাশি আহত হন অশোক বাগদী নামের আরেক পথচারী। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে সোনামুখী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে বাইক আরোহী বাবা অভিনাথ মন্ডল ও ছেলে অভিজিৎ মন্ডলকে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসকরা। আহত পথচারী অশোক বাগদীর আঘাত গুরুতর থাকায় তাকে বাঁ কুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। সোনামুখী থানার পুলিশ ঘাতক পিক আপ ভ্যানটিকে আটক করেছে।