‘বিগ বস ১৩’ হায়েস্ট পেইড প্রতিযোগী রেশমি দেশাই
জনপ্ৰিয় ও বির্তকিত শো "বিগ বস" -এর নতুন সিজন আসতে চলেছে। প্রতিযোগীদের তালিকায় নাম রয়েছে রেশমি দেশাইয়েরও।
শীর্ষা সেন : দেখতে দেখতে ১২টা সিজন পার করে ১৩ নম্বর -এ পা দিল বিগ বস। এবারের বিগ বস সিজন ১৩ এর অন্যতম প্রতিযোগী হলেন রেশমি দেশাই। এক ভারত বর্ষ ব্যাপী একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে এবারের সর্বাধিক মূল্য প্রদত্ত প্রতিযোগী হলেন রেশমি দেশাই।
রেশমি দেশাই ১.২ কোটি টাকা নিচ্ছেন বিগ বসের ঘরে থাকার জন্য। তিনি নাকি তাঁর প্রেমিক আরহান খানের সাথেই বিগ বসে প্রবেশ করবেন। রেশমির জনপ্রিয়তা যে এই শো কে আরোও জনপ্রিয় করে তুলবে তা বলার অপেক্ষা রাখে না। ওই প্রতিবেদন থেকে জানা যায় যে রেশমিও বিগ বস নিয়ে বেশ উৎসাহী। এ ও শোনা যাচ্ছে বিগবসের ঘরেই হয়তো বিয়েটা সেরে ফেলবেন তিনি। যদিও এব্যাপারে তিনি কিছু না জানলেও তাঁর যে এমন কোনো পরিকল্পনা নেই তা স্পষ্টই জানিয়েছেন তিনি।
আজ থেকে শুরু হচ্চ্ছে বিগ বস ১৩। এবারের শো হবে মুম্বাই তে। এবারেও সঞ্চালক থাকবেন সলমান খান। কিন্তু সহ সঞ্চালক হিসেবে দেখা যাবে আমিশা প্যাটেলকে। এবারে শুধুমাত্র সেলেব্রিটি দের দেখা যাবে বিগ বস এ।
বিগ বস ১৩ তে এবার রেশমি দেশাই ছাড়াও দেখা যাবে ভিভিয়ান ডিসেনা, সিদ্ধার্থ শুক্লা, দেবলীনা ভট্টাচার্য, শিবির নারাং, আরতি সিং- সহ আরোও অনেক তারকাদের।