West Bengal

বিজেপির এমপিরা আজ ভাটপাড়ায় : দাবি ‘এসএলআর, ইনসাস থেকে গুলি চালিয়েছে পুলিস’,

কে চালালো গুলি, সাধারণত পুলিশর কাছেই এই ধরণের বন্দুক থাকে , তাহলে পুলিশ গুলি চালিয়ে ছিল ? ভাটপাড়ায় দাঁড়িয়ে দাবি আলুওয়ালিয়ার।

অমিত শাহকে রিপোর্ট দেবেন আজকের পরিদর্শনে যাওয়া বিজেপির তিন এমপি , ভাটপাড়ার সামগ্রিক পরিস্থিতি খুঁটিয়ে দেখে তারা রিপোর্ট টোরি করে আগামী বুধ বার দিল্লিতে রিপোর্ট দেবেন অমিত শাহ কে। তার ভিত্তিতে কেন্দ্র সরকার রাজ্যপালের সাথে কথা বলবেন , এমনটাই জানা যাচ্ছে বিশেষ সূত্রে।

প্রাথমিক ভাবে ভাটপাড়ায় পুলিসই গুলি চালিয়েছে।সেই গুলির খোল হাতে নিয়ে দাবি করলেন বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার। প্রতিনিধি দল বেলে , “এসএলআর, ইনসাস থেকে গুলি চালিয়েছে। পুলিস বলছে হাওয়ায় গুলি ছুঁড়েছে। হাওয়ায় গুলি ছুঁড়লে মানুষের শরীরে লাগল কী করে? মানুষ কি তাহলে হাওয়ায় উড়ছিল? বেছে বেছে গুলি করা হয়েছে।”

এই দলে বর্ধমান-দুর্গাপুরের সাংসদ আলুওয়ালিয়া ছাড়াও সংসদীয় দলে আছেন সাংসদ সত্যপাল সিং ও বিডি রাম। সঙ্গে আছেন মুম্বইয়ের প্রাক্তন পুলিস কমিশনার সত্যপাল সিং বাগপতের বিজেপি সাংসদ ও ঝাড়খণ্ড পুলিসের প্রাক্তন ডিজি বিডি রাম পালামৌ-এর বিজেপি সাংসদ।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: