বিজেপির বিজয় মিছিল ঘিরে উত্তেজনা : বাঁকুড়া জেলা পুলিশ সতর্ক
সকাল সকাল গেরুয়া আবিরে মাতলেন মেজিয়ায় বিজেপির কর্মী সমর্থকরা।
গত পঞ্চায়েত নির্বাচনে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছিলো তৃণমূল ।যার ফল আজ মানুষ দেখিয়ে দিয়েছে। যার ফলে গোটা রাজ্য জুড়ে বিজেপির জয়জয়কার। বাংলার মানুষ ভোট দেবার সুযোগ পেয়েই এই লোকসভা নির্বাচনে তৃণমূলকে একেবারে প্রত্যাখ্যান করেছে। বাঁকুড়ার ঘুটগড়িয়া বিজেপির এক বিজয় মিছিলে যোগ দিয়ে এমনই প্রতিক্রিয়া দিলেন বরজোড়া ব্লকের বিজেপির মন্ডল ১ সাধারণ সম্পাদক অরূপ দে ।
বাঁকুড়া জেলার দুটি লোকসভা আসন সদ্য হাতছাড়া হয়েছে তৃণমূলের। বিপুল সংখ্যক ভোটে বিজেপির সুভাষ সরকার ও সৌমিত্র খাঁ জয়ী হয়েছেন। বিজেপির এই বিপুল সংখ্যক জয়ে উচ্ছ্বসিত গেরুয়া শিবির। তাই উল্লাস যাহিরে বাঁকুড়ার ঘুটগড়িয়া বিজয় মিছিলে পায়ে পা মেলালেন অগণিত বিজেপির কর্মী-সমর্থকেরা। ঘুটগড়িয়া বিজেপির দলীয় কার্যালয় থেকে বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে মিছিল বের করেন বিজেপির কর্মী ও সমর্থকরা। দলীয় কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে দলের নেতৃত্বের হুঁশিয়ারি কোন উৎশৃংখলতা ও নোংরামি কোনোভাবেই দল বরদাস্ত করবে না। বিজয় উল্লাসে মাতুন তবে তা সুশৃংখল ভাবে, বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন বরজোড়া মন্ডল ১ সাধারণ সম্পাদক অরূপ দে ।