বিতর্ক পিছু ছাড়ছে না বিগবস ১৩-র, গুরুতর অভিযোগ আনল ট্রেড বডি
এই অনুষ্ঠানে মাত্রাতিরিক্ত অশ্লীলতা রয়েছে এবং তা টেলিপর্দায় কতটা দেখানোর উপযুক্ত সেই প্রশ্ন উঠেছে।
প্রেরনা দত্ত : বিতর্ক ও জনপ্রিয়তার দিক থেকে সব সময়েই এগিয়ে থাকে টেলিভিশনের রিয়্যালিটি শো বিগ বস।তবে এবারের সিজন, অর্থাৎ বিগ বস ১৩-এ যেন লেগে আছে শুধুই বিতর্ক। এবছরের সিজনে রয়েছে জাতীয় টেলিভিশনের একঝাঁক অভিনেতা-অভিনেত্রী। সিজনের শুরু থেকেই জমে উঠেছে ড্রামা। কিন্তু এই অনুষ্ঠানে প্রচুর অশ্লীলতা রয়েছে বলে সম্প্রতি অভিযোগ জানিয়েছে ট্রেড বডি।
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভাদেকরের কাছে এই মর্মে চিঠি পাঠিয়েছে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স। তাদের দাবি, বিগ বস ১৩-র সম্প্রচার নিষিদ্ধ করতে হবে, কারণ এতে অবাধ অশ্লীলতা রয়েছে।এই রিয়্যালিটি শো-তে নগ্নতা বা যৌনতা না থাকলেও এমন কিছু কথাবার্তা প্রতিযোগীরা নিজেদের মধ্যে বলে থাকেন যা অনেকাংশেই ১৮ বছরের কম বয়সীদের পক্ষে উপযুক্ত নয়। আবার পরিবারের বয়োঃজ্যেষ্ঠদের সঙ্গে বসেও এই অনুষ্ঠানটি সব সময় দেখা যায় না, এমন ইঙ্গিতই পাওয়া গিয়েছে ওই চিঠিতে।সরাসরি যৌনতা দেখানো না হলেও এর আগেও অশ্লীলতার জন্য সংবাদ শিরোনামে বার বার উঠে এসেছে এই শোয়ের নাম। এই সিজনে বেড ফ্রেন্ড ফরএভার নামে একটি বিষয় রয়েছে, যা খুবই আপত্তিকর বলে দাবি করেছে এই সংস্থা। টেলি জগতের জন্য এই বিষয়টি খুবই অনৈতিক বলে মনে করছে তারা।