বিদ্যাসাগরের মূর্তি ভাঙা অতি ক্ষুদ্র ঘটনা’,ছোট ঘটনা : মুনমুন
প্রশ্নও উঠছে মুনমুনের যোগ্যতা ও বিবেচনা নিয়ে, এই বক্তব্যে চোটে গেলেন গেলেন সহ নাগরিকরা
আপদ মস্তক কনভেন্টে পড়া , সিনেমা সেলেব্রিটির ঘরে জন্ম – মায়ের পরিচয়ে সমাজে পরিচিত, অনেক ছবিতে অভিনয় করেছেন কিন্তু সাফল্য আসেনি।
মধ্য কলকাতার বিদ্যাসাগর কলেজের ভিতরে থাকা ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তথা বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনাকে “ছোট ঘটনা” বলে আখ্যা দেয়ায় বেজায় অপমানিত বোধ করেছেন সচেতন শিক্ষিত সম্প্রদায়। ওপিনিয়ন টাইমস এর পক্ষ থেকে ফোন করলেই ফোন ধরেন নি।
গত কাল এই প্রসঙ্গে মুনমুন সেন বলেন বিদ্যাসাগরের মূর্তি ভাঙা ‘অতি ক্ষুদ্র ঘটনা’, নিছকই ছোট ঘটনা টিকে বড় করে দেখাচ্ছে। আরেক টা মূর্তি বসিয়ে দেওয়া হবে ওই খানে , কি আর করা যাবে।
রাজনৈতিক সমালোচকরা বলছেন পার্ক স্ট্রিট থেকে কামদুনি হয়ে কাকদ্বীপ সঙ্গে জুড়লো বিদ্যাসাগরের মূর্তি ভাঙা ‘অতি ক্ষুদ্র ঘটনা’,ছোট ঘটনার তকমা , দুর্ভাগ্য জনক মন্তব্য। শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ে কে জানতে চাইলে বলেন” কে কি বললো কি আর আসে যায় মুখ্য মন্ত্রী তো বলেছেন নতুন মূর্তির ব্যবস্থা হবে”। মুনমুন কি বললো আমি সেই বিষয়ে কিছু বলতে পারবেনা।