West Bengal

বিদ্যুৎ দপ্তরের তারে তড়িদাহত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির

পুলিশ দেহ উদ্ধার করতে গিয়ে বাধার মুখে পড়ল।

সংশ্লিষ্ট দপ্তরের গাফিলতির কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে এই অভিযোগে মৃতদেহ ফেলে রেখে বিক্ষোভ দেখাল গ্রামের মানুষ। পুলিশ দেহ উদ্ধার করতে গিয়ে বাধার মুখে পড়ল। শনিবার ঘটনাটি ঘটছে মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার জাওহাড়ি গ্রামে। গ্রামবাসীরা ক্ষোভের সাথে জানিয়েছেন, তিন দিন আগে ঝড়ের কারণে গ্রামের স্কুলের বিদ্যুৎ সংযোগের তার ছিঁড়ে পরে যায়। স্কুল ও গ্রামের মানুষ বিদ্যুৎ দপ্তরের কাছে বারবার সে কথা জানালেও ব্যবস্থা গ্রহণ করেনি। আজ সকাল দশটা নাগাদ পেষায় কৃষিজীবী ওই ব্যক্তি মাঠে যাওয়ার পথে দপ্তরের তারে তরিদাহত হয়ে মৃত্যু হয়।

এলাকার মানুষ ক্ষোভে ফেটে পরে। দেহ ঘটনাস্থলে ফেলে রেখে বিক্ষোভ দেখায়। দাবি তোলে ক্ষতিপূরণের। পুলিশ ঘটনাস্থল থেকে দেহ তুলে ময়না তদন্তের জন্য পাঠাতে গেলে গ্রামবাসীদের বাধার মুখে পরে। পরে বেলা দেড়টা নাগাদ বড়ঞা থনার ওসি শুভাশীষ ঘোষাল উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা দেহ তুলতে দেন। যদিও এবিষয়ে মুখে কুলুপ এঁটেছেন বিদ্যুৎ দপ্তরের আধিকারিকেরা।

Show More

Related Articles

Back to top button
%d bloggers like this: