Big Story

বিধাননগর পুরনিগমে আগামিকাল অনাস্থা ভোট নয় ‘বেআইনি’ নোটিস খারিজ হাইকোর্টের,

বিচারপতি নির্দেশ দিয়েছেন ২ দিনের মধ্যে চেয়ারম্যানকে ফের নতুন নোটিস দিতে।

বিধাননগর পুরনিগমে স্থগিত হয়ে গেল অনাস্থা ভোট , হাইকোর্টের রায়ে।বিধাননগর পুরনিগমে কাল অনাস্থা ভোট হচ্ছে না।বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় আজ মেয়র সব্যসাচী দত্তের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের নোটিস খারিজ করে দিয়েছেন। বিধাননগর পুরনিগমে এরফলে কাল কোনও ভোটাভুটি হচ্ছে না।

বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় রায়ে বিচারপতি জানিয়েছেন, আইনি মেনে এই নোটিস দেওয়া হয়নি। নতুন করে নোটিস দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।বিচারপতি নির্দেশ দিয়েছেন কাউন্সিলর কেনাবেচার মতো প্রসঙ্গ এড়াতে ২ দিনের মধ্যে চেয়ারম্যানকে ফের নতুন নোটিস দিতে ।রায়ের পর আগামিকাল বিধাননগর পুরনিগমে আর কোনও মিটিং হচ্ছে না।

তৃণমূল যাদের ওপর ভরসা করে আইনি ব্যবস্থা নিতে গেছিলেন তাদের প্রস্তুতিতে খামতি আছে , তবে বলাযায় সব্যসাচী দত্ত যদি সংখ্যা গরিষ্ঠতা প্রমান করতে পারে তাহলে রাজনৈতিক অঙ্কটা এই ক্ষেত্রে অনেকটাই বদল হয়ে যাবে।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: