Industry & Tread

বিনা নোটিশেই, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল জুট মিল।

শ্রমিকদের দেওয়া হয়নি সাপ্তাহিক বেতনও, তার আগেই আর্থিক ক্ষতির কারন দেখিয়ে গেটে ঝোলানো হল তালা।

@ দেবশ্রী : আর্থিক ক্ষতির কারনে মিল চলছে লোকসানে, তাই অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে মিল, এমনই একটা নোটিস ঝুলিয়ে দিল গেটের সামনে শিবপুরের হাওড়া জুট মিল। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল শিবপুরের হাওড়া জুট মিল। আজ সকালবেলা শ্রমিক কর্মচারীরা মর্নিং শিফটে কাজে যোগ দিতে এসে দেখেন মিলের গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝুলছে। আর সেই নোটিশ দেখেই ক্ষোভে ফেটে পড়েন মিলের শ্রীমকরা। আর এই নোটিশকে ঘিরেই চূড়ান্ত উত্তেজনা সৃষ্টি হয় মিল চত্বরে।

কর্মীরা অভিযোগ করেন, বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে বেশ কিছুদিন ধরেই অশান্তি চলছে এই জুটমিলে। শ্রমিকদের অভিযোগ, তাঁদের বেতন ও অন্য সুযোগ সুবিধা দেওয়া নিয়ে গড়িমসি করছে মিলের মালিকপক্ষ। অন্যদিকে কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়, দীর্ঘদিন ধরেই উত্‍পাদন কমে যাওয়ায় লোকসানে চলছে মিলটি। বছরখানেক আগেও একবার এই মিলটি বন্ধ হয়ে গেছিল। পরে লেবার কমিশনারের হস্তক্ষেপে সপ্তাহে সাত দিনের বদলে পাঁচ দিন এবং দিনে তিন শিফটের বদলে দুই শিফটে কাজ চলছিল। কিন্তু এই মুহূর্তে মিলের আর্থিক অবস্থা এতটাই খারাপ অবস্থায় চলছে যে, তা চালানো সম্ভব হচ্ছে না এই মুহূর্তে।

গতকাল শ্রমিক কর্মচারিদের সাপ্তাহিক পেমেন্ট পাওয়ার কথা ছিল। তাও তাদেরকে দেওয়া হয়নি। কার্যত বিনা নোটিসে মিল কর্তৃপক্ষ মিলের গেটে তালা ঝুলিয়ে দেয় বলে অভিযোগ করেছেন শ্রমিকরা। মিল কর্তৃপক্ষ একটি নোটিস দিয়ে জানায়, আর্থিক ক্ষতির কারণে মিল লোকসানে চলছে। তাই কারখানা চালানোর মত অবস্থায় নেই। সে কারণেই পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই বন্ধ থাকবে। ঘটনাস্থলে উত্তেজনা বাড়তে থাকায় শিবপুর থানা থেকে ছুটে আসে পুলিশ। নামানো হয় র‍্যাফ। মিলের বাইরে জমায়েত করে বিক্ষোভ দেখান মিলের শ্রমিকরা।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: