Women

বিবাহবিচ্ছেদ ঘটলে আর পাওয়া যাবে না কোনো আর্থিক সাহায্য।

গুজরাটের উচ্চ আদালত দিল চূড়ান্ত রায়, ডিভোর্সের পর আর দাবি করা যাবে না টাকা।

@ দেবশ্রী : সাধারণত বিবাহ বিচ্ছেদের পর, অনেক মহিলারাই তাঁদের প্রাক্তন স্বামীর থেকে কিছু পরিমানের টাকা পেয়ে থাকেন। তবে এবার থেকে সেই নিয়মে পড়ল তালা চাবি। সম্প্রতি গুজরাট হাইকোর্ট একটি রায় ঘোষণা করে জানিয়েছে, গার্হস্থ্য হিংসা থেকে নারী সুরক্ষা আইনের অন্তর্ভুক্ত মহিলারা ডিভোর্সের পর তার পূর্ব স্বামীর কাছ থেকে কোনও খোরপোশ বা আর্থিক সাহায্য দাবী করতে পারবেন না। সম্প্রতি গুজরাটের উচ্চ আদালতের বিচারক উমেশ ত্রিবেদী, বিবাহবিচ্ছেদের ২৭ বছর পর এক মহিলার মামলা খারিজ করার সময়েই এই রায় দেন।

আদালতে বলা হয়, ” পারিবারিক সম্পর্ক থাকা পর্যন্ত কোনও স্ত্রী তার স্বামীর অধীনে থাকতে পারবেন, সম্পর্ক ছিন্ন হওয়ার সাথে সাথে স্বামীর থেকে আর কোনোরকম অর্থ দাবী করতে পারবেন না স্ত্রী”। তাই এবার থেকে বিবাহ বিচ্ছেদের পর, কোনও রকম টাকার দাবি করতে পারবেন না স্ত্রীরা।

এদিন নারী সুরক্ষা আইনের অন্তর্গত এক দম্পতির ১৯ এবং ২০ নম্বর ধারায় খোরপোশ দেওয়ার মামলাটি বাতিল করেন হাইকোর্ট। এই দম্পতি ১৯৮৪ সালে গাঁটছড়া বেঁধেছিলেন, তবে ১৯৯০ সালেই তাদের বিবাহবিচ্ছেদ হয়।এরপর ওই মহিলা অপর এক ব্যাক্তির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে তিনটি সন্তান জন্ম দেওয়ার পরেও প্রাক্তন স্বামীর কাছ থেকে খোরপোশ দাবী করছিলেন। তারপরেই গুজরাটের শীর্ষ আদালত এই চূড়ান্ত রায় এর ঘোষণা করেন। ওত এর পর থেকে আর কোনো টাকার দাবি করা যাবে না।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: