Women

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস তিন বছর ধরে

বিয়ের কথা চেপেছিল গুণধর , হঠাৎ ফাঁস হয়ে যায়

ঘটনাটি ঘটেছে বিরা নারায়ণপুর সেখানে তিন বছর ধরে রাজিব মজুমদার বয়স 39 পেশায় লজেন্স বিস্কুট এর পাইকারি ব্যবসা করে। শম্পা মজুমদার দীর্ঘ তিন বছর ধরে সুখে শান্তিতে সংসার করছিল। কিছুদিন আগে সে জানতে পারে রাজিব মজুমদার বাড়ি হরিণঘাটা, থানা সুভাষ নগর মোল্লা গ্রামে তার বাড়ি। লোক মারফত জানতে পারে প্রথম পক্ষের স্ত্রী ও সন্তান আছে। এই নিয়ে স্বামীর সাথে বচসা বাধে স্বামীকে যখন জিজ্ঞেস করা হয় স্বামী তখন বলে আমি বিয়ে করেছি তো কি হয়েছে তোমার যদি থাকার ইচ্ছা হয় তাহলে থাকো না হলে চলে যাও।


গতকালকে সন্ধ্যার সময় শম্পা মজুমদার হাবরা থানা এসে রাজিব মজুমদার এর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে বলে অভিযোগ জানান অভিযোগের ভিত্তিতে আজকে হরিণঘাটা মোল্লাপাড়া থেকে রাজীব মজুমদারকে গ্রেফতার করে আজকে বারাসাত আদালতে পাঠানো হয়, তদন্তে হাবড়া থানার পুলিশ।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: