উত্তর বঙ্গ থেকে সরাসরি লাইভ এ আছেন ঋত্বিক দে সঙ্গে আছেন ক্যামেরাতে মৌলি দে ওপিনিয়ন টাইমস তরফ থেকে এক্সক্লুসিভ রিপোর্ট ।
চা বাগান বন্ধ, কাজের যোগান নেই। ভোটের আগে কত কথা, ভোটের পরে কেউ নেই। ক্ষোভ উগড়িয়ে দিলেন বীরপাড়ার বাসিন্দারা। ৩১ নম্বর জাতীয় সড়ক খারাপ , চলার উপযুক্ত নয়। ভুটানের সাথে যোগাযোগে খুব সমস্যা, আর সেই সময় ২৫ কোটির পর্যটন গড়ে উঠুক মাহেশে, কিন্তু কেনো বীরপাড়া অবহেলিত।