Sports Opinion
বিরাটের অধিনায়কত্বে বিশ্বকাপ জিততে পারে ভারত
বিরাটের অসাধারণ অধিনায়কত্ব ভারতকে বিশ্বকাপ এনে দিতে পারে মনে করছেন কাটিচ
অধিনায়ক হিসেবে বিরাট কোহলি অসাধারণ। সবসময় সামনে থেকে নেতৃত্ত্ব দেন তিনি। শুধু তাই নয় শুধু অধিনায়ক না ক্রিকেটার হিসেবেও তার জবাব মেলা ভার।তাই এবার বিশ্বকাপ যদি ভারতের হাতে ওঠে তাহলে অবাক হওয়ার কিছুই নেই। না এটা আমরা বলছি না বলছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার কাটিচ। আইপিএল-এ নাইটদের সহকারী কোচ থাকার জন্য ভারতীয় দলের সম্বন্ধে ভালোই ধারণা আছে তাঁর। আর সেই অভিজ্ঞতা থেকেই তিনি এটা বলেছেন বলে জানিয়েছেন। ভারত ছাড়াও তিনি নিজের দেশ অস্ট্রেলিয়া ,ইংল্যান্ড , দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানকে এগিয়ে রাখছেন ।