বিরাট কোহলির টিমে নিজেকে যোগ্যতম বললেন সুরেশ রায়না
বিরাটের টিমে নিজেকে যোগ্যতম বললেন সুরেশ রায়না।ঋষভ পন্থকে নিয়ে চিন্তিত সুরেশ রায়না।ধোনির পরে পন্থকে বোঝানোর দায়িত্ব নিলো সুরেশ।সুরেশ এখন দুটো টি-টোয়েন্টি এর বিশ্বকাপের জন্য উৎসাহিত।
সায়ন্তনী রায় : ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না, সে বিরাট কোহলির টিমে নিজেকে যোগ্যতম বলে জারি করলেন। ২০১৮ তে শেষ বারের মতো ভারতে খেলেছিলেন তিনি। তিনি নিজেকে চার নম্বর সাদা বলের ক্রিকেটে পারফর্ম করে সেই জায়গায় রেখেছেন। ২০২০ সালে অস্ট্রেলিয়াতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আর নিজের দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ এই দুই বিশ্বকাপের ওপর নজর এখন রায়নার। ওয়ানডে ক্রিকেট ৫৬১৫, টি-টোয়েন্টিতে ১৬০৪ রান করেছে রায়না। তিনি বলেছেন, তার বিশ্বাস দুটো বিশ্বকাপের সেরাটা দেওয়ার মতো জায়গায় থাকবেন। ঋষভ পন্থকে নিয়ে একটু চিন্তিত রায়না। ধোনি যেমন সবার সঙ্গে আলাদা ভাবে কথা বলেন সেরকম পন্থের সঙ্গেও কথা বলা উচিত। পন্থ এর খেলা দেখে মনে হয় সে কারোর কথা মতো খেলে। তাঁর খেলার দিকে নজর দেওয়াটা এখন রায়নার বড় বিষয়। ওয়ানডে বিশ্বকাপ কিছুদিন আগই শেষ হলো। রায়নার মনে হয় ধোনি যদি ব্যাটিং অর্ডারে উপর দিকে যেত তাহলেও পন্থকে গাইড করা যেত। তাঁর ফলে দুজন খেলোয়াড়কে পাওয়া যেত। গাপ্টিলের সরাসরি থ্রোতে রান আউট না হলে শেষ পর্যন্ত লড়াইয়ে থেকে যেত ভারত।