Entertainment

বিশ্বকাপ জয়ী অধিনায়ককে এবার আরও এক নতুন পরিচয়ে দেখা যাবে, সঞ্জয় দত্তের ছবিতে কাজ করতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি

এক জীবনে আর কত কি করবেন ধোনি। দর্শক তাঁকে নানান পরিচয়ে দেখতে পান। তার মধ্যে এবার যোগ হল অভিনেতার পরিচয়টিও।

তানিয়া চক্রবর্তী : ধোনি অবসর নেবেন নাকি চোট সারিয়ে মাঠে ফিরে আসবেন, এই নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে দর্শক মহলে। কিন্তু ক্রিকেটের বাইরে ধোনির আরও অনেক পরিচয় রয়েছে। কখনও বাইকার, কখনও সেনা জওয়ান, কখনও টেনিসন প্লেয়ার, কখনও বা ফুটবলার দর্শক তাঁকে প্রায় সব রকম চরিত্রেই প্রত্যক্ষ করেছেন। সেই তালিয়ায় যুক্ত হল বার অভিনেতার তমকাটিও। সম্প্রতি জানা গেছে, বলিউডে পা রাখতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি।

সূত্রের খবর, সঞ্জয় দত্তের নতুন ছবি “ডগহাউস”-এ অভিনয় করতে চলেছেন মাহি। ছবির মুখ্য চরিত্রে সঞ্জয় দত্তের পাশাপাশি বেশ কয়েকটি বড়সড় নাম থাকছে বলে জানা গেছে। ছবিটি পরিচালনা করছেন সমীর করণিক। ছবিতে মাহি একটি ক্যামিও চরিত্রে অভিনয় করছেন। ছবিটি ২০২০ সালে মুক্তি পাবে বলে জানা গেছে।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: