Women

বিশ্বাসের বদলে এল প্রতারনা। বিশ্বাসের বদলে শোষিত হতে হল নাবালিকাকে !

শাস্তি না পাওয়ার ভয়ে, করে চলেছে একের পর এক ঘৃণ্য অপরাধ। বন্ধ করতে নেওয়া হচ্ছে না উপযুক্ত পদক্ষেপ।

@ দেবশ্রী : সাবালিকা হোক কিংবা নাবালিকা হোক, কেউই সুরক্ষিত না। যেকোনো স্থানেই ঘটে যেতে পারে বিপদ। যত দিন যাচ্ছে মানুষ হয়ে উঠছে নৃশংস। কাউকেই বাদ রাখছে না নিজের শিকার থেকে। গাড়ি করে বাজারে ঘুরতে যাওয়ার নাম করে, তিন ব্যক্তি শোষণ করে এক নাবালিকাকে। ওড়িশার সুন্দরগড় জেলায় ঘটে এই চাঞ্চল্যকর ঘটনাটি। পুলিশের কাছে রবিবার অভিযোগ দায়ের করা হয়. তেমনটাই রবিবার রাতে পুলিশ কর্তৃপক্ষ জানান। ঘটনায় অভিযুক্ত ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছেন পুলিশ। পুলিশের তরফ থেকে সোমবার সেই ৩ জনকে আদালতে পাঠানো হয়।

সূত্রের মাধ্যমে জানা যায়, শনিবার রাতে, অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে একজন নাবালিকাকে বাজারে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে কিন্তু বাজারে নিয়ে যাওয়ার বদলে, একটি বাগানে গাড়ি নিয়ে ঢোকে সে, সেখানে আরও যুবক উপস্থিত ছিল। শনিবার রাতে ৩ জন যুবক মিলে ধর্ষণ করে নাবালিকাকে। পরের দিন পরিবারের পক্ষ থেকে, থানায় অভিযোগ দায়ের করা হয় ওই স্থানীয় ৩ যুবকের বিরুদ্ধে।

সুন্দরগড় জেলার পুলিশ কর্তৃপক্ষের থেকে জানা গেছে, নির্যাতিত মহিলার স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। আর অভিযুক্ত দের গ্রেফতার করা হয়েছে, সোমবার আদালতে নিয়ে যাওয়ার পর থেকে তারা এখনও পুলিশে হেফাজতেই রয়েছে। তদন্ত চলছে এখনও। তদন্ত পক্রিয়া শেষ হলে তাদের শাস্তি নির্ধারণ করা হবে বলে জানা গেছে।

প্রত্যেকদিন খবরের শিরোনামে, কোনো না মেয়ের সাথে হওয়া দুর্ঘটনার কথা উঠে আসছে কিন্তু, কোনোরকম দৃষ্টিমূলক শাস্তি এখনও দেওয়া হচ্ছে না। দোষীরা ভাবছে তারা কিছু দিন পর জেল থেকে ছাড়া পেয়ে যাবে আর সেই ভাবনা তাই করে চলছে একের পর এক জঘন্য অপরাধ। এছাড়া কত অভিযোগই বা দায়ের করা হয়, এমন অনেক ঘটনা থাকে যা চাপা পড়ে যায়। কিন্তু এই ভাবেই বা আর চলবে কতদিন ? যতদিন না কোনো উপযুক্ত শাস্তি পাচ্ছে দোষীরা ততদিন থামবে না এই অপরাধের ঘৃণ্য লীলা।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: