Book Shelf

বিষণ্ণ মনের আঁধারে আলোর দিশারি : মনোবিদ রবীন্দ্রনাথ

মনোবিদ ডা হিরণ্ময় সাহার লেখা বই "মনোবিদ রবীন্দ্রনাথ " এর আনুষ্ঠানিক উদ্বোধন অক্সফোর্ড বুক স্টোরে। উপস্থিত থাকবেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় আগামী কাল, ৬ই ডিসেম্বর ২০১৯ দুপুর ৩.৩০ মিনিটে ।

নিজস্ব সংবাদদাতা : রবীন্দ্র নাথের সৃষ্টি নিয়ে অনেক চর্চা থাকলেও রবীন্দ্রনাথের সৃষ্টির মধ্যে মানুষের মনের বিষয় নিয়ে অনন্ত অপার। মনের মানসে রবীন্দ্রনাথের অবস্থান চেতন অবচেতন মনে প্রতি মুহূর্তেই জাগরিত হয়, সৃষ্টির বিভিন্ন ধারা প্রতিনিয়ত প্রতিধ্বনিত হয় মানুষের মননে। মানুষের জীবনে পূর্নতা পেতে রবীন্দ্রনাথ অনস্বীকার্য। রবীন্দ্রনাথ যে একজন মনোবিদ, জীবনের প্রত্যেকটি ধারায় রবীন্দ্রনাথের সৃষ্টি অপরিহার্য। এই বিষয় নিয়েই প্রখ্যাত চিকিৎসক ডা হিরণ্ময় সাহা তিনি বলেন রবীন্দ্রনাথ যে একজন মনোবিদ ছিলেন সেই বিষয়ে নতুন মাত্রা যোগ করছে যা রবীন্দ্রনাথের চর্চা প্রেমীদের কাছে নতুন দিগন্ত খুলে দেবে। আর সেই অনবদ্য অবস্থান নিয়েই লিখেছেন ডা হিরণ্ময় সাহা।

Tags
Show More
Back to top button
Close
Close
%d bloggers like this: