Economy Finance

বিয়ের বাজারে এক নতুন সুখবর নিয়ে এল সোনার গহনা।

বাজারে যখন প্রত্যেকটা জিনিসের দাম চড়া, সেই সময় স্বর্ণ ব্যবসায়ীদের নতুন পরিকল্পনা।

@ দেবশ্রী : চলছে বিয়ের মরশুম। আর এই মুহূর্তে বাজারের দাম বেশ গরম। পেয়াঁজের দাম অগ্নিতুল্য। এই সময় যদি কিছু একটার দাম কমে তাহলে পাওয়া যাবে স্বস্তির নিশ্বাস। আর তেমনই একটি সুখবর নিয়ে এসেছে সোনার গহনা। দাম কমছে সোনার। মূলত বিয়ের মরশুমের কথা মাথায় রেখেই দাম কমানো হয়েছে। আর সোনার দাম কমা মানে খানিক নিশ্চিন্তি। গত ৮ ডিসেম্বর রবিবার সোনার দাম খানিকটা কমেছে বলে খবর।

হায়দরাবাদের বাজারে ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম কমেছে ১৯০ টাকা। সেক্ষেত্রে দাম গিয়ে দাঁড়িয়েছে, ৩৯ হাজার ৫৩০ টাকা। আর ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম কমেছে ২৯০ টাকা। ফলে দাম কমে দাঁড়িয়েছে, ৩৬ হাজার ১২০ টাকা। একই দাম কমার ট্রেন্ড দেখা যাচ্ছে রাজধানী দিল্লিতেও। এখানে ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম কমেছে ৩০০ টাকা। ফলে দাম কমে দাঁড়িয়েছে ৩৮ হাজার ১০০ টাকা। আর ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দামও কমেছে ৩০০ টাকা। ফলে তার মূল্য দাঁড়িয়েছে এখন, ৩৬ হাজার ৯০০ টাকা।

সোনার দাম এই দুই রাজ্যে যখন কমেছে তখন বাংলাতেও সোনার দাম কমবে বলে আশা করা হচ্ছে। কিন্তু রূপোর দামে কোনো রকম পরিবর্তন হয়নি। তা একই রয়েছে। গোটা দেশেই এখন রূপোর দাম ৪৭ হাজার ৫০০ টাকা। বিয়ের মরশুমে সোনার দাম কমে যাওয়ায় কেনাকাটা বেশি হবে বলে আশা করছেন স্বর্ণ ব্যবসায়ীরা।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: