West Bengal
বীরভূমে লক্ষ্য ১২ লক্ষ
বুধবার রামপুরহাটের এক জনসভায় বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল দলের নেতা কর্মীদের নির্দেশ দেন ২০১৯ লোকসভা নির্বাচনে ১২ লক্ষ ভোটের ব্যবধানে দলকে জেতাতে হবে. প্রয়োজনে’ অন্য্ রকম পদ্ধতি ‘ নিতে হবে বলেও নির্দেশ দেন দলের নেতা কর্মীদের। তার এই নির্দেশ দলীয় কর্মীদের কপালে চিন্তার ভাচ ফেলেছে।