Culture

বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের পাড়া থেকে মহালয়ার আড্ডা সকাল ১১.৩০ মিনিটে সরাসরি সম্প্রচার হবে ওপিনিয়ন টাইমস এ

মহালয়ার আড্ডা সকাল ১১.৩০

রাত পোহালেই ভোর ৪ টের সময় এলার্ম বেজে উঠবে সকল বাঙালির ঘড়িতে । রেডিওর চাবিটা ঘুরবে, আর বেজে উঠবে সেই কিংবদন্তির গলার স্বর……যা দেবী সর্বভূতেষু, শক্তিরূপেন সংস্থিতা, …….। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলায় চন্ডীপাঠ না শুনলে যেন মহালয়া মহালয়া বলে মনেই হয়না। চলুন আপনি, আমি সকলে মিলে শুনি সেই মহালয়ার পুন্য মন্ত্র।

তারপর বেতার ছেড়ে, কিংবদন্তি পরম শ্রধ্যেয় স্বর্গীয় শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের পাড়া শ্যামপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব থেকে মহালয়ার আড্ডা শুরু হবে। স্মৃতির সরণি বেয়ে অনেক অজানাই বেরিয়ে আসবে এই অমর সৃষ্টি ও স্রষ্টার কথা।এবার ১০৯ বছরে পদার্পন শ্যামপুকুর আদি সার্বজনীনের পুজো। গান-গল্প-কবিতা-নাচ আর বাংলা ও বাঙ্গালীর গল্প সব নিয়ে জমে উঠবে মহালয়ার আড্ডা যা আপনারা দেখতে পাবেন সরাসরি ওপিনিয়ন টাইমস এ। https://www.facebook.com/pg/opiniontimes.in/

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: