“বেলেঘাটা সন্ধানী” এবারে কলকাতার পুজোর বাজারে বড় চ্যালেঞ্জ সঙ্গে রয়েছে ৫০ বছরের গৌরবময় স্মৃতি !
সাবেকি ছেড়ে গত বছর থেকেই থিমের পুজোতে হাত পাকিয়ে এবারের তোড়জোড় অনেক বেশি , কলকাতার ষ্টার পুজো গুলো কে বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দেবার সময়ের অপেক্ষা।
উদ্যোক্তারা আশাবাদী , প্যান্ডেল থেকে আলো, আবহ চূড়ান্ত পেশাদার কৃতি মানুষরাই তৈরি করছেন। ওপিনিয়ন টাইমস আজ পৌঁছে গেছিল পূজা প্রাঙ্গনে খোলা মেলা আড্ডা দিতে “পাড়ায় পাড়ায় দূর্গা কথা” নিয়ে। তিন প্রজন্মের সাথে কথা হল কেমন করে ৫০ বছরের এই প্রতিষ্ঠান চলছে। বেলেঘাটা সন্ধানী শুধু পুজো নয় , সারা বছর তারা সমাজসেবা থেকে সংস্কৃতিক চর্চা চালিয়ে যাচ্ছেন বরাবর।
এই ক্লাবের প্রবীণ সংঘঠক জানালেন বিগত ৫০ বছরে বহু কৃতি মানুষরা বরাবর যুক্ত থেকেছেন বিভিন্ন উদ্যোগে। আর এখনো সেই পরম্পরা অব্যাহত আজও , সবমিলিয়ে বলা যায় এবারের পুজো নিয়ে বেশ সাজিয়ে ফেলেছেন বেলেঘাটা সন্ধানীর কর্মকর্তারা। তবে সময়ের অপেক্ষা, ভাবনা ও বাস্তবের কতটা দূরত্ব মিটিয়ে উপস্থাপনা করতে পারেন তার ওপর সব নির্ভর করবে ।১লা অক্টোবর ২০১৯ সন্ধ্যা ৬টার সময় এই পুজোর উদ্বোধন আর সেই নিয়ে ৮ থেকে ৮০ সকলেই চূড়ান্ত ব্যস্ত। চলছে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি।
পাড়ায় পাড়ায় দূর্গা কথা , শুধু মাত্র ২৯ দিন বাকি। ওপিনিয়ন টাইমস এর ক্যামেরা ঘুরছে কলকাতায় , এবছরের প্রস্তুতি কেমন হচ্ছে , সেই খবরা খবরের খোঁজে ওপিনিয়ন টাইমস । । নজর রাখুন সঙ্গে থাকুন : http://www.opiniontimes.in // আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/pg/opiniontimes.in
আমাদের সাথে কথা বলুন :৮০১৭৪০২৪৩৯