Economy Finance
বেসরকারি কর্মীদের খুশির খবর
বেসরকারি ক্ষেত্রে অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন দিতে হবে. তাদের পুরো বেতনের ওপরে ভিত্তি করেই। এমনটাই রায় দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বধীন বিচারপতি দীপক গুপ্তা ও বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ।প্রত্যেক বছর সরকারি নিয়ম অনুযায়ী পেনশন বৃদ্ধিও পাবে।এতে জোর ধাক্কা খেল ইপিএফ।২০১৪ সালে এমপ্লয়িজ পেনশন স্কিমে বেশকিছু পরিবর্তন আনে ইপিএফ। সেখানে বলা হয়, ১৫,০০০ টাকার বেশি বেতন পান এমন কর্মীরা ইপিএফ -এর আওতায় পড়বেন না। পাশাপাশি আগে পেনশনের হিসেব করা হতো শেষ ১২ মাসের মাইনের ওপরে ভিত্তি করে। ইপিএফ তা বদল করে পেনশনের হিসেব করে শেষ পাঁচ বছরের বেতনের ওপরে।এতে সমস্যার সৃষ্টি হয়। মামলা যায় আদালতে।