বৈশাখী আড্ডা গ্যালারি গোল্ড- এ Live Concert
একঝাঁক নতুন প্রতিভাকে নিয়ে রাহুল গুপ্ত প্রোডাকশন বড় সাহসিকতার পরিচয় রাখতে চলেছে
যেখানে নামি দামি মুখের কদর ছাড়া হল ভরানো খুব কঠিন কাজ, সেখানে বৈশাখী বৈঠকি আড্ডা নামের এই অনুষ্ঠানে থাকছে গান , কবিতা , নৃত্য জগতের যেমন নতুন প্রতিভারা, তেমনই থকছেন বিভিন্ন জগতের মানুষেরাও। আজ অনুষ্ঠান শুরু হবে দুপুর ৩, চলবে রাত ৮টা পর্যন্ত। সঙ্গীত শিল্পী আদ্রিস মুখার্জি ,মহুয়া সুর,অমিত মিত্র , নৃত্য শিল্পী মৌলি দে ,মৌসুমী পাল,বাচিক শিল্পী দেবব্রত দত্ত ,বর্ণালী মল্লিক প্রমুখদের উপস্হিতি এই অনুষ্ঠানটিকে বর্নময় করে তুলবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করবেন মিষ্টি মিতালি ও রাহুল গুপ্ত। অনুষ্ঠানের প্রস্তিতি প্রায় সপূর্ণ্য. সকাল থেকে বেজে চলেছে ফোন , গ্যালারি গোল্ড এর ঠিকানা টা বলবেন, চলে আসুন রবীন্দ্র সরোবরের লাগোয়া রাস্তায় মেনকা সিনেমার আগে , সাউন্ড লাইট ক্যামেরা সবই প্রস্তুত সঙ্গে থাকবে ওপিনিয়ন টাইমস। এই অনুষ্ঠান দেখতে পাবেন আগামী বুধবার সন্ধে বেলায়- সময় রাত ৮ টায়। নজর রাখুন সঙ্গে থাকুন http://www.opiniontimes.in
অনুষ্ঠানের ডিজিটাল মিডিয়া পার্টনার: