Culture
ব্যস্ত পুজো কর্তারা বাকি যে ৫৬ দিন মাত্র !
আজ রবিবারের সারা দিন চূড়ান্ত ব্যস্ততা , আসবেন থিম শিল্পী , যেতে হবে প্রতিমা শিল্পীর কাছে। রাতের আলোচনায় টাকার কি হবে ?
কলকাতা শহর জুড়ে ক্লাব পুজো কালচার নিয়ে ব্যস্ত কর্মকর্তারা। সকালের বাজার ফেলে রেখে বেরিয়ে পড়া। স্পন্সর ধরার জন্য রবিবার আইডিয়াল ,ফোনের যোগাযোগ বাড়িয়ে উদ্বেগ ছাড়িয়েছে আকাশ ছোয়া। তারই মাঝে পাড়া বিভেদ মিটিয়ে এগিয়ে নিচ্ছেন কর্মকর্তারা।তবে এখনো মুখ ভার হয় নি ঘরের হোম মিনিস্টারের , আর সদ্য গোপ ওঠা ছোড়াটা খুজছে নতুন বান্ধবী , ওপর দিকে রাঙা মুখের চর্চাও চলছে মা মাসির পরামর্শে। ভুলবোনা নতুন বউ এর মনের কোন রেখেছে অনেক পরিকল্পনা যা আস্তে আস্তে প্রকাশ পাবে। আরাম চেয়ারে বসে বাড়ির বড় কর্তা পুরোনো কথায় আজও মশগুল।ওই খুজঁরগুলো কথা না বললেই নয় , ওদের যে আনুন্দ সব থেকে বেশি । সকলেই কাজের ফাঁকে হোয়াটস্যাপ আর ফেসবুকে খোঁজ চলছে সব কিছুর , যার যেটা চাই। ওই একই চিন্তা বাকি ৫৬ দিন।