West Bengal
বালি চোর , কয়লা পাচারকারী , গরু পাচারকারী পিসির ভাইপো ,তৃণমূল কি সোনা পাচারে যুক্ত : সুজন
সুজন চক্রবর্তীর প্রশ্ন বানের উত্তর পেলোনা রাজ্যবাসী
নির্বাচন কমিশনে জমা দেওয়া নথির সাথে বাস্তবের মিলছে না।ওপিনিয়ন টাইমস প্রথম বার এই খবর টা প্রকাশ করেছিল , নমিনেশন দেবার পরের দিন, তার পর আরও পাঁচ টি প্রশ্ন করেছেন সুজন বাবু , আর এই নিয়ে বিতর্ক রাজনৈতিক মহলে। সুজন বাবুর সাংবাদিক সম্মেলনের ৪৮ ঘন্টা আমরা অপেক্ষা করছিলাম যদি অভিষেক ব্যানার্জী তার উত্তর দেন , কিন্তু নিরুত্তাপ অভিষেক , জোর তর্ক চলছে দলের মধ্যে , তবে প্রকাশে নয়।সমর্থন কি হারাচ্ছেন মমতা ? বলছেন বিশেষজ্ঞরা।