আত্মসমর্পণ করে নিল পাকিস্তানের ব্যাটিং লাইনআপ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে কার্যত। পাকিস্তান টসে হেরে , ব্যাট করতে নামে, কিন্তু তারপর ২২ ওভারও খেলতে পারল না তারা। শুরুতেই গুটিয়ে গেল পাকিস্তানের ব্যাটিং ২১ ওভার ৪ বলে মাত্র ১০৫ রান । ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার, ওশেইন থমাস, শেলডন কটরেল, আন্দ্রে রাসেলের দুর্ধর্ষ বোলিং অ্যাটাকের সামনে কার্যত অসহায় দেখাচ্ছিল সরফরাজদের।
পাকিস্তানকে প্রথম ধাক্কাটি দেন শেলডন কটরেল, ম্যাচের শুরুতেই ইমামউল হকের উইকেটটি তুলে নিয়ে । ফকর জামান ও বাবর আজম কিছুক্ষণের জন্য ম্যাচের হাল ধরলেও হোল্ডারদের দুর্ধর্ষ বোলিং এর সামনে বেশিক্ষণ টিকতে পারেননি তাঁরা। তাসের ঘরের মতো ভেঙে যায় পাকিস্তানের ব্যাটিং লাইনআপ।
এখনো পর্যন্ত এটাই পাকিস্তানের সর্বনিম্ন স্কোর নয়। ৭৪ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান ১৯৯২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাডিলেডে মাত্র । এটাই তাদের সর্বনিম্ন স্কোর।