Sports Opinion
ব্যাটের দাম গিনেস বুকে
এম এস ধোনি-র যে ব্যাট ভারতবাসীর ২৮ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়েছিল অর্থ্যাৎ ২০১১ সালের বিশ্বকাপ ফাইনাল খেলেছিলেন যে ব্যাট টি দিয়ে সেটি আর কে গ্লোবাল শেয়ারস এন্ড সিকিউরিটিস লিমিটেড নামে এক সংস্থা ১৬১,২৯৫ মার্কিন ডলারে কিনে নেয়। যা ব্যাটের বাজারে এখন পর্যন্ত রেকর্ড দাম। এবং এই মুহূর্তে বিশ্বের সবথেকে দামি ব্যাট হিসাবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস -এ স্হান পেয়েছে।