ব্রাজিলের জয় দিয়ে কোপা শুরু : ‘অপয়া’ জার্সিতে
মন খারাপ , প্রশ্ন হাজারো ,কেন টিভিতে দেখা যাবে না ভারতে ? সম্প্রচার হবে না , খোঁজ চলছে ভরসা ইউটিউব-এ !

ব্রাজিল দলের প্রতীক যেন ওই হলুদ জার্সি। আগে কখনও কখনও ব্রাজিলকে নীল জার্সিতেও দেখা গিয়েছে। সাদা জার্সিতে দেখা যায়নি ১৯৫৩-র পর থেকে।পেলের স্মৃতি চলে আসছে , ১৯৫০ বিশ্বকাপে ‘মারাকানাজ্জো’ বিপর্যয়ের পর এই সাদা জার্সিকে অপয়া বলে ধরেন ব্রাজিলের সমর্থকরা।এরপর ১৯৫৩ সালে সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপে ব্রাজিল দল শেষবার সাদা জার্সি পরে খেলেছিল। কোপা আমেরিকায় সেই সাদা জার্সি পরেই নামলেন কুটিনহোরা। বড় জয় তাতেই এল ।
সাদা জার্সিতে খেলবে সেটা আগেই জানা ছিল।এই সাদা জার্সি তৃতীয় কিট হিসাবে ব্রাজিল দলের সঙ্গে ছিল । ক্রিকেট বিশ্বকাপের উন্মাদনার মাঝেই শুরু হয়েছে কোপা। যদিও ভারতে দেখা যাচ্ছে না। ভারতীয় সমর্থকদের মধ্যে উত্তেজনা তুলনামূলক কম কারণ দেখা যাবে না সরাসরি । কলকাতার ব্রাজিল সমর্থকরা নিশ্চয়ই প্রিয় দলের খোঁজ রাখবেন , নেটের ওপর ভরসা করে কিছুটা খেলা দেখবেন । ব্রাজিল দুরন্ত জয় দিয়ে কোপা অভিযান শুরু করল। নেইমার নেই তবে তাঁর অভাব বোধ হল না। নেইমার অসুস্থ তাই শুয়ে সাধারণ দর্শকের মতো টিভিতে ব্রাজিলের খেলা দেখলেন । বলিভিয়াকে ৩-০ গোলে হারাল ব্রাজিল উদ্বোধনী ম্যাচে।