ব্রেকিং নিউজ – গতকালের মমতার হুমকি উড়িয়ে, ৯৫ জন চিকিৎসকের ইস্তফা : RG KAR হাসপাতালে

মমতা বন্দ্যোপাধ্যায়ের হুমকি এই রাজ্যের কৃতি ডক্টররা মেনে নিলেন না , সমালোচিত মুখ্যমন্ত্রী। NRS কাণ্ডের জের , পাল্টা চলে নিজেই ফেঁসে গেলেন ! ডাক্তাররা গণইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অন্যান্য সরকারি হাসপাতালের চিকিত্সকরাও। অচলাবস্থা জারি রয়েছে আরজিকর হাসপাতালে ।

NRS এর ঘটনাকে সামনে রেখে আররজিকর হাসপাতালে বিভিন্ন বিভাগের ৯৫ চিকিত্সক ইস্তফা দিলেন। এছাড়াও সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৮ জন চিকিত্সক ইস্তফা দিয়েছেন। গণইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অন্যান্য সরকারি হাসপাতালের চিকিত্সকরাও।আগের থেকেও আজকের অবস্থা ভয়ানক , কারণ অভিযোগ পুলিশের পাশাপাশি জেলায় জেলায় হুমকি চলছে তৃণমূল কংগ্রেসের পক্ষে , যারা আন্দলোনা করছে তাদের বাড়ির ঠিকানায় যেতে পারে রাজনৈতিক হামলাকারীরা – এই আশংকায় ভুগছেন জুনিয়র ডাক্তাররা।
তৃণমূলের পক্ষের অভিযোগ যখন সরকার হাসপালে চাকরি করে প্রাইভেট চেম্বার করেন তার বেলায় , হাসপাতাল কামাই করে প্রাইভেট নার্সিং হোম বেশি রোজগার করতে যান তার বেলায় , তৃণমূল ভবনে এই আলোচনা হচ্ছে সকাল থেকে। যাই হোক ববাদ-প্রতিবাদে হাসফাস করছে অসুস্থ মানুষ ও তাদের পরিবার।