Uncategorized

বড় বাজেটের বড় চাপ’ ছোট বাজেটের বড় চ্যালেঞ্জ’ : পুজোর লড়াইয়ে এক ইঞ্চির ছাড় নেই!

কলকাতা শুধু নয় দমদম ও বিধান নগর আবার পাল্লা দেবে , ভিড় টানতে প্রস্তুত

কে কাকে টেক্কা দেবে তার লড়াই।অনেক পুজো প্রযুক্তিকে ব্যবহার করছে কোমল দেবার জন্য। কলকাতায় এবারের দুর্গাপুজোতে সেই লড়াই অব্যাহত। তবে রিপিট থিমেরও ছড়াছড়ি, আবার কিছুটা ঘুরিয়ে অনেকেই বাজি মাত করতে চায় । প্রতিমা নির্মাণেও একই ধারা বর্তমান। কোথাও সেই যুগ যুগ ধরে চলে আসা দুর্গার সেই পুরোনো মুখ, আবার কোথাও আধুনিকতার প্রলেপে নতুন থিম নিয়ে তৈরি হয়েছে দেবীদুর্গার প্রতিমা।এবারের থিমকে কেন্দ্র করে সামাজিক সচেতনতা কে সামনে রেখে অনেকেই কাজ করছেন। তবে পুরস্কারের তালিকার ওপরের দিকে যারা আছেন তারা কেওই মুখ খুলতে নারাজ।

পাড়ায় পাড়ায় দূর্গা কথা , শুধু মাত্র ২৯ দিন বাকি। ওপিনিয়ন টাইমস এর ক্যামেরা ঘুরছে কলকাতায় , এবছরের প্রস্তুতি কেমন হচ্ছে , সেই খবরা খবরের খোঁজে ওপিনিয়ন টাইমস । । নজর রাখুন সঙ্গে থাকুন : http://www.opiniontimes.in // আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/pg/opiniontimes.in
আমাদের সাথে কথা বলুন :৮০১৭৪০২৪৩৯

পাড়ায় পাড়ায় দূর্গা কথা , শুধু মাত্র ২৯ দিন বাকি। ওপিনিয়ন টাইমস এর ক্যামেরা ঘুরছে কলকাতায় , এবছরের প্রস্তুতি কেমন হচ্ছে , সেই খবরা খবরের খোঁজে ওপিনিয়ন টাইমস । । নজর রাখুন সঙ্গে থাকুন : http://www.opiniontimes.in // আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/pg/opiniontimes.in
আমাদের সাথে কথা বলুন জানাতে পারেন এবারের পুজোর আপনাদের প্রস্তুতি :৮০১৭৪০২৪৩৯

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d