Life Style

বয়স কমান সহজেই

বয়েস কমান সহজেই , ত্বক উজ্জ্বল রাখতে খান পানীয়

সুকুমার রায়ের ‘হ জ ব র ল’ এর মতো যদি সত্যিই বয়স টা বারার পর আবার কমতে শুরু করতো !এমনটা বয়েস বারার সাথে সাথে আমাদের অনেকেরই মনে হয় কিন্তু বাস্তবে তা আর হয় কোথায় বলুন !কালের নিয়মে বেড়ে চলে বয়েস। তবে যতই সবাই বলুক না বয়েস বাড়ার সাথে সাথে মনের বয়েস টাকে বাড়তে দেওয়া যাবে না। সমাজের পাল্লায় পরে ইচ্ছের বিরুদ্ধে গিয়ে হলেও আমাদের এই বিভাজনের পাল্লায় পড়তে  হয়। আর তাইতো বয়েস বাড়ার সাথে সাথে  ত্বককে সুন্দর ও উজ্জ্বল রাখতে বাজার থেকে কিনে আনি নানান অ্যান্টি এজিং  ক্রিম। কিন্তু সবার ত্বকে তো আর সব ক্রিম সহ্য হয়না। তাই আজ আপনাদের জানাবো কিভাবে পানিও খেয়ে দুর হবে বলিরেখা। দুধ দেখলে আমরা অনেকেই নাক সিঁটকাই কিন্তু জানেন কি দুধ খেলে বাড়বে আপনার ত্বকের উজ্বলতা। ফলে ত্বক দেখাবে কচি। এছাড়া গাজর, বিটের রস খেলেও বাড়ে ত্বকের উজ্জ্বলতা। ওজন কমানোর জন্য অনেকেই খালি পেটে গরম জলে লেবুর রস আর মধু খান এতে আপনার ওজন যেমন কমবে তেমনি বাড়বে ত্বকের উজ্জ্বলতাও। আর সবশেষে  বলব  এমন একটা পানিওর কথা  যাকে ছাড়া আমাদের জীবন অচল। ঠিক ধরেছেন জলের কথাই বলছি। পরিমাণমতো জল খেলেও কিন্তু বলিরেখা দূর হাটবে বাড়বে উজ্জ্বলতা।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: