Sports Opinion

বয়স বিভ্রাট !

শাহিদ আফ্রিদির বয়স নিয়ে বিভ্রাট , ১৯৭৫ না ৮০ আত্মজীবনী পরেও কাটছে না ধোঁয়াশা

১৯৯৬ সালে নাইবেরিতে শ্রীলংকার হয়ে , শতরানের সময় শাহিদ আফ্রিদি ছিলেন মাত্র ১৬ বছরের কিশোর। এমনটাই জানতো সকলে ,কিন্তু শাহিদ আফ্রিদির আত্মজীবনী প্রকাশের পর বদল হয়েছে ধারণার ,২০১৯সালে প্রকাশিত এই আত্মজীবনীতে আফ্রিদি নিজেই বলেছেন যে তাঁর জন্ম নাকি ১৯৭৫ সালে ,তিনি আরো বলেন যে সবাই ১৬ বছর জানলেও ১৯৯৬তে তাঁর ১৯ বছর বয়স ছিল আর এইখানেই বাঁধছে গোল ,যদি আফ্রিদির কথা অনুযায়ী মেনেই নেওয়া হয় যে তাঁর জন্ম ৮০ না ৭৫ এ তা হলে তো হিসেবমতো ,৯৬তে তাঁর বয়স হবার কথা ২১। আর ২০১৬-তে অবসরের সময় ৩৬ না হয়ে ৪১!তাহলে কি ৯৬তে অনূর্ধ্ব ১৯-এ খেলার জন্য তিনি বয়স ভরিয়ে ছিলেন ? সত্যিটা যে কি, তা তো স্বয়ং আফ্রিদিই  বলতে পারবেন।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: