West Bengal
ভগবানপুরে গুলিবিদ্ধ দুই বিজেপি কর্মী
ভগবানপুরে গুলিবিদ্ধ দুই বিজেপি কর্মী - অভিযোগের তীর তৃণমূলের দিকে।
১২ই মে ভগবানপুরে গুলিবিদ্ধ হন দুই বিজেপি কর্মী , নাম – অনন্ত গুছাইত , রনজিৎ মাইতি। ঘটনাটি ভগবানপুর থানার পশ্চিম-বাড় এলাকায়। তমলুক হাসপাতালে চিকিৎসাধীন আহত দুই বিজেপি কর্মী।