West Bengal
ভাগাড় কান্ডের সাজা ঘোষণা না হাওয়ায় কোর্ট চত্বরে আন্দোলন পরিবারের লোকেদের
গত ৬-০৫-২০১৮-তে বনগাঁ শহরের দুই ওয়াইফাই রেস্টুরেন্ট ও মাকালী হোটেলের মালিক দেবব্রত সাহা ও স্বরূপ সেন-সহ আট জনের বিরুদ্ধে পঁচা মাংস মজুত ও বিক্রির জন্যে বনগাঁ আদালতে মামলা চলছিল দীর্ঘদিন ধরে l আজ সাজা ঘোষণার দিন থাকলেও দেবব্রত সাহা ও স্বরূপ সেন দুই আসামি জামিনে থেকে উপস্থিত না হাওয়ায় সাজা ঘোষণা করেনি বিচারক l