Entertainment

ভাঙলো দীর্ঘ ৩৭ বছরের নিয়ম ,নিয়ম মেনে অসুস্স্থতার কারণে ,ভক্তদের সঙ্গে দেখা করতে পারলো না বলিউডের শাহেনশা

নিয়মমেনে ভক্তদের সঙ্গে রবিবার দেখা করতে পারলেন না বিগ বি ,সোশ্যাল মিডিয়ায় ভাইরাল খবর

১৯৮২সাল থেকে, দীর্ঘ ৩৭ বছর ধরে ,প্রত্যেক রবিবার, ভক্তদের সঙ্গে দেখা করতেন বলিউডের  শাহেনশা। কিন্তু হটাৎ ঘটল রুটিনে বদল। অসুস্থতার কারণে এই রবিবার ভক্তদের সাথে , দেখা করতে পারলেন না অমিতাভ। আর এই খবর তিনি নিজেই রবিবার দিন টুইট করে জানান। আর সাথে সাথেই ভাইরাল হয়ে যায় এই খবর। খবরটা যে এতো দ্রুত এইভাবে ছড়াবে সেটা বোধহয় বিগ বি নিজেই ভাবতে পারেন নি। তবে অমিতাভ ভক্তদের এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই ,শারীরিক কষ্টের জন্য বিছানা থেকে উঠতে না পারার কারণে এই রবিবার তিনি   দেখা  না করলেও আসা করা যায় পরের রবিবার আবারো ভক্তদের সামনে হাজির হবেন অমিতাভ।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: