West Bengal
ভাটপাড়ায় নব্য বিজেপি আর পুরোনো বিজেপির লড়াই চলছে
“ভাটপাড়ায় গত একমাস আমাদের লিডার-রা ঘড়ছাড়া। আমরা কি করে লড়াই করব ওখানে।” – প্রশ্ন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। তাঁর দাবী, “ওলি-গলির সুযোগ নিয়ে নব্য বিজেপি বোমাবাজি করছে। গুলি চালাচ্ছে। পুলিশ আজ কোনো গুলি চালায় নি।” এদিন তিনি বলেন, “পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে পদ না দেখে দোষীদের গ্রেফতার করার। হাবরায় এক দিনের কর্মসূচীতে এসে তিনি একথা বলেন।