ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে বড় দুঃসংবাদ, চার মাস মাঠের বাইরে হার্দিক
অস্ত্রোপচারের কারণে আগামী চার মাস মাঠে নামবেন না অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য।
তানিয়া চক্রবর্তী : হার্দিক পান্ড্যের ভক্তদের জন্য বড় দুঃসংবাদ। আগামী চার মাস মাঠে দেখা যাবে না তাঁকে। গত শনিবার তাঁর কোমরের নীচে অস্ত্রোপচার সফল হয়েছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী, তাঁকে কমপক্ষে ১২ থেকে ১৪ সপ্তাহ অর্থাৎ মাস চারেকের জন্য মাঠের বাইরে থাকতে হবে। তারপর ধীরে ধীরে রিহ্যাবের মাধ্যমে তাকে ফিট হতে হবে। সুতরাং আগামী বছর আইপিএলের আগে হার্দিকের মাঠে ফেরা নিয়েও রয়েছে সন্দেহ।
সূত্রের খবর, শনিবার নিজের ছবি টুইট করে দর্শকদের জানান তাঁর সফল অস্ত্রোপচারের কথা। তাঁর শুভাকাঙ্খীদের ধন্যবাদও জানান হার্দিক। গত মাসে দক্ষিণ আফিকার বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচের প্রিয় কোমরের নীচের অংশে অস্বস্তি অনুভব করেন তিনি। তাঁকেও বুমরাহের সঙ্গে লন্ডনে পাঠানোর সিন্ধান্ত নেয় ক্রিকেট বোর্ড। তারপরই হার্দিকের কোমরের নীচের অংশে অস্ত্রোপচার হয়।